spot_img

৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বরিশালকে হারিয়ে স্বস্তির জয় পেল ঢাকা

একের পর এক হারে জর্জরিত ঢাকা। অনেকটা বিদায় নিশ্চিতের ম্যাচ ছিলো আজ। সেই ম্যাচেই জ্বলে উঠেছে ঢাকা, পেয়েছে স্বস্তির জয়। ৭ বল হাতে রেখে বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এ জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে দলটির। ৬ নম্বর থেকে খুলনাকে টপকে ওঠে এসেছে ৫ নম্বরে। ১০ ম্যাচ শেষে দলটির পয়েন্ট এখন ৬।

এদিন বরিশালের দেওয়া ১৫৬ রানের জবাবে দারুণ শুরু করে ঢাকার দুই ওপেনার সৌম্য ও মিঠুন। তাদের জুটি ভাঙে দলীয় ৭৪ রানের মাথায় ২২ বল থেকে ৩৭ রান করে সৌম্য ফিরলে। তবে ফিফটি তুলে দলকে জয়ের পথেই রেখে যান মিঠুন। ৩৬ বল থেকে ৫৪ করে সাজঘরে ফিরেন তিনি।

এরপর আব্দুল্লাহ আল মামুন এসে মাঝারি মানের ইনিংস খেলেন। বাকি পথ টুকু পারি দিতে খুব একটা অসুবিধা হয়নি ঢাকা অধিনায়ক নাসির হুসাইনের। ১৬ বল থেকে ২০ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বরিশালও। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান জমা করে সাকিব আল হাসানের দল। পাওয়ার প্লে শেষে ফিরে যান ১৯ বলে ১৫ রান করা সাইফ হাসান। তবে দ্রুত রান তুলে গেছেন আনামুল হক বিজয়। এদিন ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি বরিশাল অধিনায়ক। ৪ বল থেকে ৫ রান আসে তার ব্যাট থেকে।

ইফতেখার ও ইব্রাহিম জাদরানও ছিলেন নিষ্প্রভ। পরে মাহমুদউল্লাহ এসে হাল ধরেন। শেষ দিকে করিম জানাতের ৫ বলে ১৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে মাঝারি সংগ্রহ দাঁড় করায় বরিশাল। বিজয়ের ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৪২ রান। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩৯ রান।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss