spot_img

৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন ইউসুফ

পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব সামলাবেন দেশটির সাবেক এই তারকা ব্যাটার।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও মিকি আর্থারকে প্রধান কোচ হিসাবে পেতে দেন দরবার চালিয়ে যাচ্ছে। তবে এই ইস্যুতে এখনও কোন সমাধানে আসতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। যেকারণে মোহাম্মদ ইউসুফকে দিয়ে আপাতত কাজ চালিয়ে নিতে চায় তারা। তার সঙ্গে বেশ কিছু স্থানীয় সাপোর্ট স্টাফও থাকবে।

এর আগে জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মোহাম্মদ ইউসুফের। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সময়ে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন সাকলাইন মুশতাক। তার সঙ্গে কাজ করেছিলেন ইউসুফ।

গত মাসে পিসিবি ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছিলেন মিকি আর্থারের সঙ্গে আলাপ ৮০ শতাংশ এগিয়েছে। খুব দ্রুতই সে ঘোষণা আসবে। কিন্তু আফগানিস্তান সিরিজের তার সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে পারেনি শেঠির বোর্ড।

গত মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শারজাহ ও দুবাইয়ে আগামী ২৫ থেকে ২৯ মার্চের মধ্যে ৩ টি ম্যাচ খেলবে দুই দল।

শারজাহতে ২৫ মার্চ প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ২য় ও ৩য় ম্যাচ মাঠে গড়াবে ২৭ ও ২৯ মার্চ। এই প্রথম পাকিস্তান ও আফগানিস্তান দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে লড়বে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss