spot_img

২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের যত হোয়াইটওয়াশের কীর্তি

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নাকানি-চুবানি খাইয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে তিন ম্যাচের সিরিজে দিয়েছে হোয়াইটওয়াশের লজ্জা। এবারই কি প্রথমবার এমন কীর্তি টাইগারদের?

পরিসংখ্যান বলছে, এবারই প্রথম নয়। এর আগে তিনবার প্রতিপক্ষকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার কীর্তি আছে বাংলাদেশের। তবে সাফল্যের বিচারের এবারেরটিই সবচেয়ে বড় নিঃসন্দেহে।

এর আগে এই ফরম্যাটে বাংলাদেশ হোয়াইটওয়াশ করেছে যাদের, তারা কেউই ক্রিকেটের পরাশক্তি নয়। দল তিনটির নাম আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে আর আরব আমিরাত।

২০১২ সালে আয়ারল্যান্ডকে নিজেদের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে শুরু হয়েছিল টাইগারদের। এরপর ২০২০ সালে জিম্বাবুয়েকে ঘরের মাঠে ২-০ এবং ২০২২ সালে আরব আমিরাতকে তাদের মাঠে গিয়ে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

এবার সেই সাফল্যকে ছাড়িয়ে ঘরের মাঠে ইংল্যান্ডের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলকে ৩-০ ব্যবধানে হারানো। এই অর্জন নিঃসন্দেহে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটে স্বর্ণাক্ষরে লিখা থাকবে।

টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে বাংলাদেশের যত হোয়াইটওয়াশ
২০১২-আয়ারল্যান্ড (৩-০)
২০২০-জিম্বাবুয়ে (২-০)
২০২২-সংযুক্ত আরব আমিরাত (২-০)
২০২৩-ইংল্যান্ড (৩-০)

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss