spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেইআয়ারল্যান্ডের বিপক্ষে  সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি আজ বুধবার (২৯ মার্চ)।

আজ আইরিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পাবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

অন্যদিকে ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছেন টাইগার ক্রিকেটাররা৷ ইনজুরি থাকলেও শঙ্কা কেটে গেছে প্রথম ম্যাচ জয়ের নায়ক রনি তালুকদারকে নিয়ে। আজকের ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন নাসুম আহমেদ৷ তার জায়গায় ডাক পেতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দুইশর বেশি সংগ্রহ গড়ে। ৪ বল আগেই বৃষ্টিতে শেষ হয় ইনিংস। এরপর ডাকওয়ার্থ ও লুইস মেথডে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আইরিশরা। শুরুটা দারুণ করলেও হাসান মাহমুদ, তাসকিন আহমেদদের তোপে শেষ পর্যন্ত টিকতে পারেনি সফরকারীরা। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছিল স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss