spot_img

২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রিয়ালের দুই অভিজাত জার্সি উঠছে দুই ব্রাজিলিয়ানের গায়ে

ক্রিশ্চিয়ানো রোনালদোর গায়ের ৭ নম্বর জার্সিটির পরিচিতি বিশ্বজুড়ে। রিয়াল মাদ্রিদে থাকার সময়ও রোনালদো এই জার্সিই পরেছেন।

৭ নম্বর জার্সি পরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি গারিঞ্চা, পর্তুগালের লুইস ফিগো, ইংলিশ সুপারস্টার ডেভিড বেকহ্যাম, রিয়ালের জার্সিতে খেলা রাউল গঞ্জলেসসহ আরও অনেকে।

এবার আইকনিক ৭ নম্বর জার্সি গায়ে চড়াচ্ছেন রিয়ালের আক্রমণভাগের অন্যতম সেরা অস্ত্র ভিনিসিয়ুস জুনিয়র। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এতদিন পর্যন্ত ২০ নম্বর জার্সি পরে খেলেছেন। নতুন মৌসুমে ২০ নম্বর গায়ে দেবেন রায়ো ভায়োকানো থেকে রিয়ালে যোগ দেওয়া ফ্রান গার্সিয়া।

জার্সি নম্বরে পরিবর্তন এসেছে রিয়ালের আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোরও। তিনি এখন থেকে পরবেন ১১ নম্বর জার্সি।এতদিন এই নম্বরের জার্সি পরেছেন মার্কো অ্যাসেনসিও। তিনি সম্প্রতি রিয়াল ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন।

৭ নম্বরের মতো ১১ নম্বর জার্সিও রিয়াল মাদ্রিদের আভিজাত্যের প্রতীক। এই জার্সি পরে অতীতে খেলেছেন ক্লাবের কিংবদন্তি পাকো হেন্তো। বোঝাই যাচ্ছে, কার্লো আনচেলত্তির দলে কতটা অপরিহার্য হয়ে উঠেছেন দুই ব্রাজিলিয়ান তরুণ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss