spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে কেইন

ইংলিশ ক্লাব টটেনহ্যাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হ্যারি কেইন। ১০০ মিলিয়ন পাউন্ড দিয়ে ইংলিশ এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে বাভারিয়ানরা। আগেই চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছিল। শনিবার (১২ আগস্ট) আনুষ্ঠানিক ঘোষণা দেয় জার্মান ক্লাবটি।

৪ বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন কেইন। ক্লাবটিতে ৯ নম্বর জার্সি গায়ে খেলবেন তিনি। চুক্তির ঘোষণা দিয়ে বায়ার্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে পোস্ট করেছে। সেখানে কেইনের হাতে জার্সি তুলে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট। পোস্টে লিখেছেন, ‘হ্যারি কেইন এখন বায়ার্ন মিউনিখের খেলেয়াড়।’

চুক্তি শেষে এক ভিডিও বার্তায় বায়ার্ন ভক্তদের কেইন বলেছেন, ‘তোমাদের গর্বিত করতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। আশা করছি তোমাদের অনেক সেরা মুহূর্ত দিতে পারবো, যার স্মৃতি হবে অমলিন। এখন থেকে আমি তোমাদের।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss