spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিসিবির অনুরোধে পাকিস্তান সফরের সূচিতে পরিবর্তন

একটি করে ওয়ানডে ও টেস্ট খেলতে আগামী মাসের শুরুতে তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বিসিবির অনুরোধে পিসিবি সূচিতে পরিবর্তন আনায় এখন এ মাসেই করাচির বিমান ধরবেন তামিমরা।

গত মাসে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তার পুনরাবৃত্তি এড়াতে করাচিতে দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতির পর্যাপ্ত সময়ে চেয়ে পিসিবির কাছে অনুরোধ করে বিসিবি। বাংলাদেশের সেই চাওয়া মেনে নিয়েছে পাকিস্তান বোর্ড। তাই বদল এসেছে সফরের ওয়ানডে সূচিতে। আগের সূচিতে ওয়ানডে ও টেস্টের মধ্যে মাত্র একদিনের বিরতি ছিল। প্রস্তুতির জন্য যা মোটেও যথেষ্ট নয়।

৩ এপ্রিল করাচিতে ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশ দলের। ৫ এপ্রিল থেকে টেস্ট। টেস্ট হবে আগের সূচি অনুযায়ীই। শুধু ওয়ানডে ম্যাচটি এগিয়ে আনা হয়েছে ১ এপ্রিল। পরিবর্তিত সূচিতে টেস্টের প্রস্তুতির জন্য এখন তিন দিন সময় পাবে বাংলাদেশ দল। তবে ওয়ানডে এগিয়ে আসায় সফরের স্থায়িত্বও বেড়ে গেছে। ২৯ মার্চ ঢাকা ছাড়বে দল।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss