spot_img

২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আরও একবার বাংলা টাইগার্সে থাকছেন সাকিব

বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে বল হাতে উড়ছে বাংলাদেশ। দুর্দান্ত একটা দিন কাটছে টাইগার কাপ্তান সাকিব আল হাসানেরও। এখন পর্যন্ত পতন হওয়া আফগানিস্তানের ৬ উইকেটের তিনটিই দখলে গেছে সাকিবের। ধারাভাষ্যকক্ষে থাকা নাসের হুসেইন যেমনটা বলছিলেন, নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা সাকিবকে মাঠে রোমাঞ্চিত দেখাচ্ছে।

এদিকে, মাঠের বাইরেও একটা সুখবর আছে সাকিবের জন্য। আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স আগের আসরের মতো এবারও টাইগার অধিনায়ককে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে। প্লেয়ার্স ড্রাফটের আগেই তারা সাকিবের সঙ্গে চুক্তি করে। আগের আসরেও সাকিব এ দলের আইকন ক্রিকেটার ছিলেন। পাশাপাশি দলকে নেতৃত্বও দিয়েছিলেন।

সাকিব ছাড়াও বাংলা টাইগার্সের রিটেইন খেলোয়াড়ের মধ্যে আছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, লঙ্কান পেসার মাথিশা পাথিরানা ও সংযুক্ত আরব আমিরাতের রোহান মোস্তফা। আবুধাবি লিগের এবারের মৌসুমে ৬টি দল শিরোপা লড়াইয়ে মাঠে নামবে। দলগুলো হলো- ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, বাংলা টাইগার্স, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।

এদিকে, সাকিবদের ঘূর্ণিতে এলোমেলো দশা আফগানিস্তানের। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে আফগানরা। যদিও ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছিল দলটি। পেসাররা সুবিধা করতে না পারায় ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নিজের হাতে বল তুলে নেন সাকিব। তবে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। বোলিংয়ে এসে প্রথম ওভারেই বাউন্ডারি হজম করেছেন।

তবে পরের ওভারে এসে ঠিকই পাল্টা জবাব দিয়েছেন সাকিব। দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেয়েছেন তিনি। এই বাঁহাতি স্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে এডজ হয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েছেন ইব্রাহিম। এরপর আরও দুটি উইকেট তুলে নিয়েছেন সাকিব।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss