spot_img

২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টস জিতে ডাচদের বিপক্ষে ব্যাটিং করছে কিউইরা

দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। আসরে দিনের একমাত্র ম্যাচে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছে ডাচরা। আজ (সোমবার) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

ইংল্যান্ডের বিপক্ষে জয়ী দলের একাদশে এক পরিবর্তন রয়েছে কিউইদের। জিমি নিশামের জায়গায় খেলছেন আরেক পেসার লকি ফার্গুসন। এ ছাড়া দুই পরিবর্তন রয়েছে ডাচদেরও। সাইব্র্যান্ড এনজেলব্রাট দলে যুক্ত হয়েছেন সাকিব জুলফিকারের পরিবর্তে। আর হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত লোগান ভ্যান বিকের বদলে যুক্ত হয়েছেন রায়ান ক্লেইন

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ড। কিউই ঝড়ে রীতিমত উড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দাপুটে জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচও ধরে রাখার আশা নিউজিল্যান্ডের। প্রতিপক্ষ নেদারল্যান্ডস হলেও হালকাভাবে নিচ্ছে না ব্ল্যাকক্যাপসরা।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে নেদারল্যান্ডস। তবে ম্যাচটিতে হারলেও বাবর আজমদের বেশ ভুগিয়েছে ডাচ বোলাররা। ফলে দ্বিতীয় ম্যাচে চমক দেখানোর লক্ষ্য তাদের। যদিও ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত চারবারের দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে সবগুলোতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড।

সর্বশেষ ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপে মুখোমুখি হয়নি নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। ভারতে অনুষ্ঠিত সেই আসরের চতুর্থ ম্যাচে বারোদায় ডাচরা মুখোমুখি হয়েছিল কিউইদের। ওই ম্যাচে ১১৯ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড।

বিশ্বকাপের ওই ম্যাচের পর ২০২২ সালের মার্চে দ্বিতীয়বারের মতো দেখা হয় নিউজিল্যান্ড-নেদারল্যান্ডসের। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে কিউইরা। তিন ম্যাচই দাপটের সঙ্গে জিতে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেছেন ১৪ ওভারে।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ড (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাট, রুলফ ভ্যান ডার মারওয়ে, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss