প্রস্তুতি ম্যাচের তিন ম্যাচে করেছেন চার গোল। মূল ম্যাচেও ছন্দটা ধরে রাখলেন নেইমার। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের একমাত্র গোলেই ফরাসি কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে প্যারিস সেন্ত জার্মেই। শুক্রবার রাতে স্তাদে ডু ফ্রান্সে সেন্ত এতিয়েনেকে ১-০ গোলে হারিয়েছে প্যারিসের ক্লাবটি।
তবে তাদের শিরোপা জেতার উৎসবে দুশ্চিন্তার কালো মেঘ থাবা বসিয়েছেন কিলিয়ান এমবাপের চোট। প্রথমার্ধে বাজে ফাউলের শিকার হয়ে তাকে মাঠ ছাড়তে হয়। পরে দলের শিরোপা উদযাপনের সময় মাঠে আসেন ক্র্যাচে ভর দিয়ে। তাতে ফরাসি ফরোয়ার্ডের চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে জন্মেছে সংশয়।
এমবাপে মাঠ ছাড়ার আগেই পিএসজি এগিয়ে গিয়েছিল নেইমারের গোলে। ১৪ মিনিটে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডের তৈরি করা সুযোগই কাজে লাগান সাবেক বার্সেলোনা তারকা। আনহেল ডি মারিয়ার সঙ্গে ওয়ান টু খেলে ক্ষীপ্রগতিতে এমবাপে ঢুকে পড়েন এতিয়েনের বক্সে। তার গোলমুখে নেওয়া শট প্রতিপক্ষের গোলকিপার প্রতিহত করলে বল আসে ফিরে, ফিরতি বলে শট করে পিএসজিকে এগিয়ে নেন নেইমার।
ওই গোলটাই শেষ পর্যন্ত শিরোপা এনে দেয় প্যারিসের ক্লাবটিকে। তবে লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা পিএসজিকে ভুগতে হয়েছে ম্যাচের প্রায় পুরো সময়ই। বিশেষ করে, এমবাপেকে ফাউল করে লোইচ পেরিন লাল কার্ড দেখলে ৩১ মিনিট থেকে বাকি সময় ১০ জন নিয়ে খেলেছে এতিয়েনে।
স্তাদে ডু ফ্রান্সের গ্যালারিতে বেশকিছু দর্শক ছিল। তাই শিরোপা উদযাপনটা একেবারে মন্দ হয়নি পিএসজির। এর ওপর আবার গত বছরের দুঃখও জুড়ালো তাদের। আগের বছরও ফাইনালে উঠেছিল, কিন্তু হারতে হয়েছিল রেনের বিপক্ষে। এবার আর ভুল হয়নি পিএসজির, জিতেছে প্রতিযোগিতাটির ১৩তম শিরোপা।
চস/আজহার