spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অসাধারণ রেকর্ড করেও দল থেকে বাদ!

এই সপ্তাহে কেন্টের হয়ে অনেকগুলো রেকর্ড ভেঙেছেন ১৯ বছর বয়সী জর্ডান কক্স। বব উইলিস ট্রফিতে খেলতে গিয়ে রেকর্ড বইয়েও জায়গা করে নিয়েছেন। এই রেকর্ড ভাঙা-গড়ার খেলায় তার মনেও ছিল না যে, করোনা বিধি ভাঙা যায় না। রেকর্ড গড়ে প্রশংসিত হয়েও নিয়ম ভাঙার অপরাধে কক্সকে বাদ দেওয়া হয়েছে দলের পরবর্তী ম্যাচ থেকে।

করোনাকালে সামাজিক দূরত্ব রক্ষাই মূল মন্ত্র। কিন্তু রেকর্ড গড়ে রাতারাতি খ্যাতি পেয়ে যাওয়া কক্স সে বিষয়টিই ভুলে গিয়েছিলেন। ম্যাচের পর ভক্তদের অনুরোধে তাদের সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন!

অবশ্য অনাকাঙ্ক্ষিত ভুলটি পরে বুঝতে পেরেছেন তিনি। সবার কাছে ক্ষমা চেয়ে কক্স বলেছেন, ‘আমার পরিণতিগুলো বুঝতে পারছি। তাই সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি।’ এই অবস্থায় তাকে বাধ্যতামূলকভাবেই আইসোলেশনে থাকতে হবে। পরের ম্যাচে থাকতে না পারায় আফসোসও করছেন তিনি, ‘পরের ম্যাচটা কী পরিমাণ মিস করবো, তা এখন অনুভব করতে পারছি। তবে আমি পুরো দলকেই হতাশ করেছি।’

অবশ্য এমন খ্যাতি তার প্রাপ্যই। কেন্টের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন। সাসেক্সের বিপক্ষে উপহার দিয়েছেন ২৩৮ রানের অপরাজিত ইনিংস। পেছনে ফেলেছেন ১৯৯১ সালে নিল টেইলরের গড়া অপরাজিত ২০৩ রানের ইনিংসটিকে। শুধু তাই নয়, কাউন্টি ক্রিকেটে ৫৭ বছরের রেকর্ডও ভেঙেছেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিকে ডাবলে রুপান্তরিত করতে ২১১ রান করেছিলেন ডেভিড নিকোলস। কিন্তু কক্স প্রথম সেঞ্চুরিকে ডাবলে রুপান্তরিত করে অপরাজিত থাকলেন ২৩৮ রানে।

এ সময়ে তার সঙ্গী জ্যাক লিনিংয়ের সঙ্গে মিলে ৪২৩ রানের জুটিও গড়েছেন কক্স। যা কেন্টের প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ রানের জুটি। ২০১৭ সালে সর্বশেষ রেকর্ড জুটিটি ছিল ৩৮২ রানের। এর পরেই সাসেক্সকে এক ইনিংস ও ২৫ রানে হারিয়েছে কেন্ট।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss