অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ভিন্ন দু্ই স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচকরা।
সাইড স্ট্রেইনের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়া জেসন রয় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ফিরতে পারবেন না। তবে দলের সঙ্গে বায়ো সিকিউর বাবলে থাকবেন তিনি।
জস বাটলার, মার্ক উড, জোফরা আর্চাররা ফিরছেন দুই স্কোয়াডেই। ওয়ানডে স্কোয়াডে থাকলেও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাননি জো রুট।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা স্যাম কারেন ছিলেন না পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে। তবে অজিদের বিপক্ষে দুই স্কোয়াডেই আছেন তিনি। তরুণ টম ব্যান্টনও দুই স্কোয়াডেই জায়গা করে নিয়েছেন। মঈন আলিও দুই স্কোয়াডের অংশ হয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ফিফটি করা ভিড মালান আছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। স্য্যাম বিলিংস আছেন দুই স্কোয়াডেই। দুই স্কোয়াডেই রিজার্ভ ক্রিকেটার হিসেবে আছেন সাকিব মাহমুদ।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
এডউইন মরগান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, টম কারেন, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ ও মার্ক উড।
রিজার্ভ ক্রিকেটার: লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
এডউইন মরগান (অধিনায়ক), মঈন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, টম কারেন, আদিল রশিদ, জো রুট, ক্রিস ওকস ও মার্ক উড।
রিজার্ভ ক্রিকেটার- জো ডেনলি, সাকিব মাহমুদ।
চস/আজহার