spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টাইগারদের বিপক্ষে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকেরা টাইগারদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড গঠন করেছেন। দেশটির একটি ইংরেজি দৈনিক এই স্কোয়াডটি এরই মধ্যে প্রকাশ করেছে। যদিও এই বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষণা দেয়নি।

গণমাধ্যমটির বরাত থেকে জানা গেছে দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন দলটিতে নতুন মুখ হিসেবে থাকবেন লাহিরু উদারা, দুভিন্দু তিলকারত্নে, সান্থুস গুনাথিলাকা, মিনোদ ভানুকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং কামিন্দু মেন্ডিস।

শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করেই নির্বাচকদের নজরে এসেছেন এই তরুণ ক্রিকেটাররা। মূলত করোনাকালে বাড়তি সাবধানতা অবলম্বনের উদ্দেশ্যে লম্বা স্কোয়াড গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৭ তারিখ শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর সেখানে ৪-৬ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১০-১২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মুমিনুল হকের দল। ১৭-১৯ অক্টোবর নিজেদের মধ্যে চারদিনের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

এরপর ২৩ অক্টোবর কান্ডিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩১ অক্টোবর কান্ডিতে। এরপর ৮ নভেম্বর সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে কলম্বোতে।

শ্রীলঙ্কার প্রাথমিক টেস্ট স্কোয়াড:

দিমুথ করুনারত্নে, (অধিনায়ক), ওসাডা ফার্নান্ডো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়েলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, সান্থুস গুনাথিলাকা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, লক্ষ্মণ সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়া, দুভিন্দু তিলকারত্নে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো, কাশুন রাজিথা, আসিথা ফার্নান্ডো।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss