spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ধর্মসেনার সেই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করল আইসিসি

বিশ্বকাপ শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল। কিন্তু বিতর্কের রেশ যেন কাটছেই না। একটি সিদ্ধান্ত, কুমার ধর্মসেনার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারতো বিশ্বচ্যাম্পিয়ন। ধর্মসেনার সিদ্ধান্ত নিয়ে তাই আলোচনাটা এখনও চলছে। ক্রিকেট বিশ্লেষকরা তো বলছেনই, সাইমন টোফেলের মতো আম্পায়ারও মনে করছেন, মাঠে ভুল হয়েছে। যদিও লঙ্কান আম্পায়ার ধর্মসেনা আত্মপক্ষই সমর্থন করেছেন। ওই সিদ্ধান্তে তার কোনো অনুতাপ নেই বলেই জানান তিনি। এবার ধর্মসেনার ঢাল হয়ে দাঁড়ালো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির মতে, সঠিক পদ্ধতি অনুসরণ করেই সিদ্ধান্ত নিয়েছেন এই আম্পায়ার। এখানে ভুল কিছু হয়নি। আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ এলারডাইস বলেন, ‘থ্রোয়ের সময় ব্যাটসম্যান নিজেদের ক্রস করেছেন কিনা, বিচারের দায়িত্বটা তাদের (অনফিল্ড-আম্পায়ার) উপর ছিল।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss