spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সিলেট থেকে লুট হওয়া ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার

সিলেট থেকে লুট হওয়া আনুমানিক ১ লাখ ঘনফুট পাথর এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। যদিও মোট দেড় কোটি ঘনফুট পাথর লুট হয়েছে।

এদিকে, শুক্রবার (১৫ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার ক্রাশার মিলগুলোতে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় সেখানে রাখা বড় পাথরগুলো উদ্ধার করে পরিমাপ করে প্রশাসন।

জেলা প্রশাসন জানায়, অভিযানের সময় ক্রাশার মিলগুলোতে কাউকে পাওয়া যায়নি। এরইমধ্যে যেসব পাথর চূর্ণ করা হয়ে গেছে, তা বাজেয়াপ্ত করা হবে।

সবশেষ গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরা থেকে ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এর আগে, গত ২ দিনে সিলেট থেকে আরো আনুমানিক ৬০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss