spot_img

২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফেসবুকে বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে যুক্ত হল চাকমা ভাষা

জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুকে সম্প্রতি যুক্ত হয়েছে চাকমা ভাষা। এর আগে এই প্লাটফর্মে বাংলাদেশ থেকে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা যুক্ত হয়নি।

ফেসবুকে চাকমা ভাষা যুক্ত করার জন্য প্রায় এক যুগ ধরে কাজ করছেন জ্যোতি চাকমা ও তার সহকারী হিসেবে আছেন বিভুতি চাকমা। জ্যোতি জানান ফেসবুকে প্রায় ১০-১৫ লাখ চাকমা ব্যবহারকারী আছেন যাদের বসবাস ভারত, বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য কয়েকটি দেশে।

এই স্বীকৃতির পর চাকমা সম্প্রদায়ের মানুষ অনেক আনন্দিত বলেও জানান জ্যোতি চাকমা।

“আমরা প্রায় এক যুগ আগে ফেসবুকের সাথে যোগাযোগ করেছি এবং ৬ মাস আগে তারা আমাদের মার্তৃভাষা এই প্লাটফর্মে যুক্ত করেছে। এখন আমরা আমাদের ভাষার লিখিত রূপ দেখতে পাই”- তিনি জানান।

তিনি আরো বলেন, “ ফেসবুক আমাদের জানায়নি আপডেট করার পর, আমরা নিজেরাই কয়েকদিন আগে ল্যাঙ্গুয়েজ এবং রিজিয়ন সেকশনে এই আপডেট দেখেছি”।

এর আগে গত ১ আগস্ট গুগল জিবোর্ডে চাকমা কি-বোর্ড সংযুক্ত করা হয় যা এন্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাচ্ছে।

এখন তারা গুগল ট্রান্সলেটে চাকমা ভাষা যুক্ত করার জন্য কাজ করছেন বলেও জানান।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss