বিশ্বের টেকলাভারদের অন্যতম পছন্দের মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার নিয়ে হাজির হয়। এবার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পরেও তা এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
সম্প্রতি ডব্লিউএবেটাইনফো ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে এই খবর জানানো হয়েছে। ‘এডিট মেসেজ’ নামে একটি ফিচার যুক্ত হতে চলেছে এই মেসেজিং অ্যাপে। তাড়াহুড়োর মধ্যে ভুল মেসেজ পাঠিয়ে দিলে এবার থেকে আর ডিলিট করে ফের নতুন মেসেজ পাঠানোর প্রয়োজন হবে না। পুরনো মেসেজটি এডিট করে ঠিক করে নেয়া যাবে।
এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এই ফিচার। অ্যানড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সন 2.22.20.12-তে প্রথম এই ফিচার দেখা গেছে বলে জানানো হয়েছে। শিগগিরই সব গ্রাহকের ফোনে Edit Message ফিচার পৌঁছে যেতে পারে। তবে বেটা টেস্টারদের ফোনে প্রথম এই ফিচার আসবে বলে জানা গেছে।
যদিও এই ফিচার কী ভাবে কাজ করবে তা এখনও জানা যায়নি। তবে কোন মেসেজ একবার এডিট করা হলে পাশে ‘Edited’ চিহ্ন দেখাতে পারে হোয়াটসঅ্যাপ। যদিও আগে কী মেসেজ পাঠানো হয়েছিল তা দেখা যাবে কিনা জানা যায়নি। মনে করা হচ্ছে মেসেজ পাঠানোর পরে নির্দিষ্ট সময় পর্যন্ত তা এডিট করা যাবে। যদিও এই বিষয়ে মেসেজিং অ্যাপের তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি।
চস/এস