spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বছরের শেষ দিনে ডুডল নিয়ে হাজির গুগল

চলতি বছরের শেষ দিন আজ ৩১ ডিসেম্বর। কয়েক ঘণ্টা পর উঠবে নতুন সূর্য আর ২০২৩-এ পা দেবে সারাবিশ্ব।

এ বছরের শেষ দিন উদযাপনে নতুন ডুডল নিয়ে হাজির হয়েছে গুগল।

ডুডলে গুগল লেখাটি সাজানো হয়েছে নানান রঙে, ব্যবহার হয়েছে এনিমেশন, সেইসঙ্গে সুখি সমাপ্তি ফুটিয়ে তুলতে বেশ কিছু প্রাণবন্ত ডিজাইন ব্যবহার করা হয়েছে।

গুগল শব্দের ‘O’এর মধ্যে সজ্জিতভাবে লেখা ২০২২। আবার ২০২২ সালের পেছনে ফুটিয়ে তোলা হয়েছে সূর্যকে। সেই সঙ্গে গুগল লেখার চারপাশে সূর্যের রঙে বেশ কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে।

গুগল লেখায় ক্লিক করলেই গুগল নিয়ে যাচ্ছে অন্য পাতায়। সেখানে লেখা রয়েছে New Year’s Eve 2022 (Saint’s day), এর নিচে ইংরেজিতে লেখা আজকের বার ও তারিখ। সঙ্গে ডানপাশে নিচে রয়েছে নববর্ষ উদযাপনের কিছু ছবি।

ডুডলটি চলে যাওয়া বছরকে প্রতিফলিত করছে। ২০২৩ নতুন বছরে নতুন সূচনার প্রত্যাশার প্রতীক হিসেবে বানানো হয়েছে এ ডুডল।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss