spot_img

২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আজ ইন্টারনেটের গতি ৪ ঘন্টা ধীর হতে পারে

সাবমেরিন ক্যাবলে লাইটনিং ফিল্টার (Lightning filter) স্থাপন কাজের জন্য আগামী রোববার (২৯ সেপ্টেম্বর) দেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেম SEA-ME-WE-5 (SMW5) কনসোর্টিয়াম কর্তৃক আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা অর্থাৎ ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অর্থাৎ ৪ ঘণ্টা সাবমেরিন ক্যাবলে Lightning filter স্থাপন করার কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, উল্লেখিত সময়কালে SMW5 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সকল সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে SEA-ME-WE-4 (SMW4) সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। উক্ত রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটতে পারে।

বিএসসিপিএলসি কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss