নীতিহীনভাবে ভারতের বিজেপি নেতাদের মুসলিম বিরোধী পোস্টে অনুমোদন দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এতে বলা হয়, মুসলিম রোহিঙ্গাদের গুলি করে হত্যার আহবান, মুসলমানদের দেশদ্রোহী আখ্যা দেয়া মসজিদ ধ্বংস করাসহ বিভিন্ন সময়ে ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট দেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টাইগার রাজাসহ আরো অন্তত তিন নেতা।
তবে, এ সব বিদ্বেষমূলক পোস্ট সরানোর নীতি মানেননি ভারতে নিযুক্ত ফেসবুকের পাবলিক-পলিসির নির্বাহী কর্মকর্তা আখি দাস।
ফেসবুকের বর্তমান ও সাবেক একাধিক কর্মীর সাক্ষাৎকার নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছেওয়াল স্ট্রিট জার্নাল।
চস/আজহার