spot_img

৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে কমেছে নমুনা পরীক্ষা, নতুন শনাক্ত ২৬

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এইদিন মৃত্যুবরণ করেছেন ১ জন। শনিবার (২৯ আগস্ট) ৩২৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৯৮০জনে।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৬৭টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবিতে ১ জন, বিআইটিআইডিতে ৮ জন, চমেক ল্যাবে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তবে এইদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে করোনা পরীক্ষা হয়নি।

আরো পড়ুন: ভিসা পাসপোর্ট ছাড়া বাংলাদেশি তরুণীর ভারতে প্রবেশ অতঃপর নিখোঁজ

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয় নি। অন্যদিকে, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৭টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৬ জনের। এরমধ্যে ২৫ জন নগরীর এবং ১ জন উপজেলার বাসিন্দা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss