spot_img

১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাজেকে আটকে পড়া ১৪০০ পর্যটককে খাগড়াছড়ি পৌঁছাল সেনাবাহিনী

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ মূল)-এর ডাকা ৭২ ঘণ্টা ধর্মঘটের কারণে রাঙামাটির সাজেকে আটকে পড়া এক হাজার ৪০০ পর্যটককে খাগড়াছড়িতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদেবার্তায় এ তথ্য জানায়।

ওই বার্তায় বলা হয়, সেনাবাহিনীর সহায়তায় ইউপিডিএফ (মূল)-এর ডাকা ৭২ ঘণ্টা ধর্মঘটে সাজেকে আটকা পড়া ১৪০০ জন পর্যটককে খাগড়াছড়িতে প্রত্যাবর্তন করা হয়েছে।

‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’ প্ল্যাটফর্মে শনিবার সকাল থেকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয়া হয়।

ওই দিন সকাল থেকে পার্বত্য জেলাগুলোতে শুরু হয় এ অবরোধ। পাশাপাশি রাঙামাটিতে যৌথ পরিবহন মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলে।

৭২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়। আজ সকাল থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে গেছে। সকল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বিশেষ করে সাজেকে ৩ দিন আটকে থাকার পর পর্যটকরা সাজেক থেকে ফিরতে শুরু করেছেন।

সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল ৭টায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে ১১২টি পিকআপ, জীপ, ২৩টি সিএনজি রওনা দিয়েছে। এর বাইরে শতাধিক মোটরসাইকেলে করে সাজেক ছাড়েন বহু পর্যটক।
এছাড়া খাগড়াছড়ি সহিংসতার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss