spot_img

৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বান্দরবানের নাফাখুমে পা পিছলে পড়ে পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি খালের নাফাখুমে পা পিছলে পড়ে মো. ইকবাল হোসেন (২৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা ডেমরা সারুলিয়া এলাকা থেকে আসা ১১ সদস্যের একটি দল নাফাখুম ভ্রমণে গেলে এ ঘটনা ঘটে।

এখনো তাকে খোঁজে পাওয়া যায় নি বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে সফরসঙ্গীদের সঙ্গে ঝরনার কাছে যান ওই পর্যটক। সেখানে হঠাৎ পা পিছলে পড়ে যান ইকবাল। এ সময সহযাত্রীদের চেষ্টা করেও তাকে উদ্ধার যায় নি। দীর্ঘসময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মিলেনি।

খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয়দের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। দুর্গম নাফাখুম এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার বলেন, পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে দলের সঙ্গে যোগাযোগ করেছি। নিখোঁজ ইকবাল ঢাকার ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss