spot_img

১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৪০

নেপালে গতকাল শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে শতাধিক। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, রাজধানী কাঠমাণ্ডু থেকে ৫০০ কিলোমিটার পশ্চিমে কারনালি প্রদেশের জাজরকোট জেলায় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে এ ভূমিকম্প। এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। অন্যদিকে মার্কিন ভূতাত্তিক জরিপ জানিয়েছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৬ মাত্রা।

প্রতিবেদনে বলা হয়েছে, জাজরকোটে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। দেশটির পুলিশের এক কর্মকর্তা সন্তোষ রক্কা বলেছেন, বাড়ি ধসে পড়েছে। লোকেরা দ্রুত বাড়ি ছেড়ে পালিয়ে আসেন। আমরা ক্ষয়ক্ষতির হিসাব করছি।

অন্যদিকে দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্পে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রদেশের রুকুম পশ্চিমের আথাবিসকোট পৌরসভা শুক্রবার মধ্যরাতের শক্তিশালী ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানা যাচ্ছে। পৌরসভার মেয়র রবি কেসি ও স্থানীয় সাংবাদিক অর্জুন বিস্তা বিবিসিকে বলেন, সেখানে ৪৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

কেসি জানিয়েছেন, মাঝরাতে প্রায় সাত সেকেন্ড ধরে কম্পন চলেছে। কয়েকবার আফটার শকও অনুভব করেছি আমরা। তার কথায়, প্রায় ৩৫ হাজার জনসংখ্যার আথাবিসকোট পৌরসভায় শত শত বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেসি আরও জানান, সামান্য ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা হাজার হাজার। বিশেষ করে মাটির বাড়িগুলো ধসে পড়েছে। অন্যান্য বাড়িও ধসে পড়েছে।

রুকুম পশ্চিমের আথাবিসকোট পৌরসভা শুক্রবার মধ্যরাতের শক্তিশালী ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বলে জানা যাচ্ছে। পৌরসভার মেয়র রবি কেসি ও স্থানীয় সাংবাদিক অর্জুন বিস্তা বিবিসিকে বলেন, সেখানে ৪৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

কেসি জানিয়েছেন, মাঝরাতে প্রায় সাত সেকেন্ড ধরে কম্পন চলেছে। কয়েকবার আফটার শকও অনুভব করেছি আমরা। তার কথায়, প্রায় ৩৫ হাজার জনসংখ্যার আথাবিসকোট পৌরসভায় শত শত বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেসি আরও জানান, সামান্য ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা হাজার হাজার। বিশেষ করে মাটির বাড়িগুলো ধসে পড়েছে। অন্যান্য বাড়িও ধসে পড়েছে।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযান চালাতে নেপালে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এ নিয়ে গত একমাসে নেপালে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো। ২০১৫ সালে নেপালে আঘাত হানা জোড়া ভূমিকম্পে অন্তত ৯ হাজার লোকের প্রাণহানি ঘটে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss