spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বঙ্গোপসাগরে লঘুচাপ, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও এর আশাপশে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে বাংলাদেশে বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এ তথ্য জানান।

তিনি বলেন, লঘুচাপটি রাতে তৈরি হয়েছে। এটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই, তবে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। লঘুচাপটি শ্রীলঙ্কার কাছাকাছি আছে, চট্টগ্রাম-কক্সবাজারের এদিকে যেতে পারে। এর প্রভাবে শুক্রবার থেকে বাংলাদেশে শুধু বৃষ্টি হবে। পৌষের প্রথম সপ্তাহে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি ঝরতে পারে। তিন দিন বৃষ্টির পর শীত বাড়বে।

আবহাওয়ার ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। রাতে লঘুচাপটি তৈরি হওয়ার মধ্য দিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হল। নভেম্বরেও বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দিয়ে এতে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বোচ্চ ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখেছে ফেনী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss