চট্টগ্রাম নগরে ভোর হতেই নামে হালকা বৃষ্টি। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোররাতে কয়েক মিনিট স্থায়ী এই বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ছিল দমকা হাওয়া ও বজ্রপাতও।
বৃষ্টির পর শহরের রাস্তাঘাট কিছুটা ভিজে যায়। দীর্ঘদিনের প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠা নগরবাসীর জন্য এ বৃষ্টি ছিল যেন একটুখানি শান্তির পরশ।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা বা সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরের জন্য সতর্কতা না থাকলেও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
চস/স