spot_img

২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুলগাঁও-বাকলিয়ায় বাস টার্মিনাল হবে এ বছরেই: ডা. শাহাদাত

নগরীর যানজট নিরসনে চলতি বছরের মধ্যেই কুলগাঁওয়ে বাস টার্মিনাল ও বাকলিয়ায় মিনি বাস টার্মিনাল নির্মাণের কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

নগরীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও পরিকল্পিত ব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে নানামুখী উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

রবিবার (২ ফেব্রুয়ারি) নগরীর টাইগারপাসের সিটি কর্পোরেশন কার্যালয়ে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর যানজট নিরসনে চলতি বছরের মধ্যেই কুলগাঁওতে বাস টার্মিনাল ও বাকলিয়ায় মিনি বাস টার্মিনাল নির্মাণ করব ইনশাল্লাহ। আমি কথা চাই না, কাজ চাই। আমি চাই যানজট নিরসন হোক, জনগণ স্বস্তিতে চলাচল করুক। এজন্য কুলগাঁও বাস টার্মিনাল করা প্রয়োজন। এছাড়া বাকলিয়াতে মিনি বাস টার্মিনালও নির্মাণ করা যেতে পারে। এটা যখন আমি উদ্বোধন করতে পারবো, তখনই বলব এটি আপনাদের জন্য উপহার।

চট্টগ্রামের গণপরিবহন খাতের নেতৃবৃন্দ অভিযোগ করেন পর্যাপ্ত বাস টার্মিনাল ও স্ট্যান্ড না থাকায় বাস-ট্রাকগুলো অনিরাপদভাবে বিভিন্ন স্থানে অবস্থান করে। অনেক সময় এজন্য মামলার কারণে হয়রানি হতে হয় গণপরিবহন সংশ্লিষ্টদের। দ্রুত বাস টার্মিনাল ও বাস স্ট্যান্ড নির্মাণ প্রয়োজন।

বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দাবিগুলো হলো- চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী যাত্রীদের আসা-যাওয়ার সুবিধার্থে বাস ও অন্যান্য যানবাহনের জন্য আধুনিক, মানসম্মত পরিবেশে কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ; চট্টগ্রাম-হাটহাজারী, নাজিরহাট, রামগড়, খাগড়াছড়ি, রাউজান ও রাঙ্গামাটি অঞ্চলের জন্য আধুনিক মানসম্মত টার্মিনাল নির্মানের কাজ দ্রুত শেষ করা; চট্টগ্রাম-কক্সবাজার রুটরে জন্য শাহ আমানত ব্রিজের উত্তর পার্শ্বে পরিকল্পিত টার্মিনাল নির্মাণ; চট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনালকে আধুনিকরণ করা; চট্টগ্রাম-কাপ্তাই অভিমুখী বর্তমান টার্মিনাল সংস্কার ও বর্ধিতকরণ; মেট্রোপলিটন এলাকায় চলাচলরত যাত্রীবাহী বাস, মিনি বাস হিউম্যানহলারের জন্য এলাকা ভিত্তিক টার্মিনাল/বে-টার্মিনাল নির্মাণ, পার্কিং নির্দিষ্টকরণ।

এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ’র উপদেষ্টা অধ্যাপক কফিল উদ্দীন আহমদ, উপদেষ্টা- আলহাজ কফিল উদ্দীন, উপদেষ্টা- একরামুল করিম চৌধুরী, আহ্বায়ক মোরশেদুল আলম কাদেরী, মোহাম্মদ মুছা, অলি আহম্মদ, মৃনাল চৌধুরী, আহসানুল্লাহ চৌধুরী, ফারুক খান, মো. জাফর, মো. মনসুর রহমান, নুরুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো জাফর, ভি.পি, মো খোরশেদ, মো শাহজাহান, মো. মাহবুব, মো. জাহাঙ্গীর, কামাল উদ্দিন, আলী চৌধুরী, নাজিম উদ্দিন, মোহাম্মদ আজম, মো. রায়হান, মো হারুন, আনোয়ার প্রমুখ।

চস/স

১০ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ

ময়মনসিংহের ১১টির মধ্যে ১০টি সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থীর নামের তালিকা করা হয়েছে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই তালিকা ছড়িয়ে পড়ে। এ তালিকার সত্যতা নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ বলেন, স্থানীয় মতামত ও মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থী তালিকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ১০টি আসনে চূড়ান্ত হলেও একটি আসন এখনো বাকি রয়েছে। তিনি আরও বলেন, ‘প্রার্থীরা মাঠে গণসংযোগ করবেন, দলীয় লোকজনও কাজ করবেন। এক দিকে আমাদের প্রস্তুতি চলবে, আবার যদি জোট হয়, তাহলে জাতীয় ঐক্যের জন্য যেকোনো আসন আমরা ছেড়ে দেব। জাতীয় স্বার্থে যেকোনো ত্যাগ করতে আমরা প্রস্তুত থাকব।’

সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা হলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মাহবুব মণ্ডল, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মাওলানা বদরুজ্জামান, ময়মনসিংহ-৪ (সদর) আসনে কামরুল হাসান, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে কামরুল হাসান, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আসাদুজ্জামান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মঞ্জুরুল হক, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ইসমাইল হোসেন ও ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে সাইফ উল্লাহ পাঠান। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি।

চস/স

আইনজীবী আলিফ হত্যা: ১১ আসামি আরেক মামলায় শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১১ জন আসামিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আবু বকর সিদ্দিকের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন- প্রেমনন্দন দাশ (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ, রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১১ জন আসামিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে ১১ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। আদেশের পর তাদের কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্তব্য পালনে বাধা, আসামি ছিনতাইয়ের চেষ্টা, ভাঙচুরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে এ মামলা করে পুলিশ। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়।

চস/স

অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে চট্টগ্রামে স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ আদালত। এছাড়া আদালত আসামিকে ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। মো. সুমন (৩৫) ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার মির্জারহাট এলাকার বাসিন্দা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন।

জানা যায়, চার বছর আগে নিজ এলাকার মনি আক্তারের সঙ্গে প্রেমের পর বিয়ে করে সুমন। সে এর আগেও একাধিক বিয়ে করেছিল, তবে তা গোপন রাখে। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য মনি আক্তারকে নির্যাতন করতো। সুমনকে একটি মোটরসাইকেল ও নগদ ৫০ হাজার টাকা দেওয়ার পরও নির্যাতন থামেনি। এ অবস্থায় ২০২১ সালের ৩১ অক্টোবর ৮ মাসের অন্তঃসত্ত্বা মনিকে তার পৈতৃক বাড়ি ভুজপুরে নিয়ে আসে সুমন। সেখানে গিয়ে টাকা চেয়ে না পেয়ে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ভুজপুর থানাধীন কালিকুঞ্জ এলাকায় এসে সুমন তার স্ত্রীকে নির্মম নির্যাতন করে। এরপর মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেখে পালিয়ে যায়। ২৬ দিন হাসপাতালে থাকার পর ২৫ নভেম্বর মৃত্যুবরণ করেন মনি আক্তার।

এ ঘটনায় ২০২১ সালের ২৭ নভেম্বর মনি আক্তারের ভাই মো. আব্বাস বাদি হয়ে মামলা করেন। ২০২২ সালের ১৬ এপ্রিল বায়েজিদ বোস্তামি এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করা হয়। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, আসামি সুমনের বিরুদ্ধে তার স্ত্রীসহ গর্ভজাত সন্তানকে খুন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একইসঙ্গে আসামিকে ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

চস/স

চট্টগ্রামে খাদ্য কর্মকর্তার চেইন ছিনতাই করে পালানোর সময় যুবক আটক

চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় এক নিরাপদ খাদ্য কর্মকর্তার স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় বাদশা (২৪) নামে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম জানান, নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ডিসি অফিসে বৈঠক শেষে কর্ণফুলী যাওয়ার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন। কোতোয়ালী থানার কাছে একটি লেগুনায় ওঠার সময় এক ছিনতাইকারী তার গলার চেইন টান দিয়ে নিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাদশাকে আটক করলেও সে এর আগেই চেইনটি তার সহযোগীদের কাছে হস্তান্তর করে।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, আটককৃত যুবক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ধৃত বাদশার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়, দুদিন আগে সে চট্টগ্রামে আসে।

চস/স

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু

তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর আগে গতকাল রোববার সকাল ৯টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপ।

সকাল ১০টা থেকে নজমের জামাতের সাথিদের সঙ্গে বয়ান করছেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। ইজতেমার পুরো সময় কীভাবে পার করবে সেসব নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা চলছে।

ইতোমধ্যে মধ্যে ৭২টি দেশ থেকে ৩,২৫৬ জন বিদেশি মেহমান ময়দানে অবস্থান করছেন। ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে তারা নিজ দেশে ফিরবেন।

তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য মাঠ এখন পুরোপুরি প্রস্তুত। এই ধাপে মোট ৪০টি ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নেবেন।

ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ ও মোহাম্মাদপুর; মুন্সীগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার মুসুল্লিরা অংশগ্রহণ করছেন।

জোহরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, আসরের নামাজের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং মাগরিবের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট।

চস/স

আজ সরস্বতী পূজা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। মর্ত্যরে ভক্তকুল শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহন করবে। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন তারা।

ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে দেশের বিভিন্ন পূজামণ্ডপ। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তোতে’-এ মন্ত্র উচ্চারণ করে দেবী সরস্বতীর আরাধনা করবেন ভক্তরা। এদিকে, সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। গতকাল রবিবার সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে এ তিথি শেষ হবে।

ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। সরস্বতী দেবী শ্বেতশুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে।

পূজা উপলক্ষে এর মধ্যে সারাদেশের মতো চট্টগ্রামের মণ্ডপগুলো সেজে উঠেছে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জে এম সেন হল প্রাঙ্গণে সরস্বতী পূজার অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় পূজা, ৯টায় পুষ্পাঞ্জলি, ১১টায় পিঠা উৎসব ও শীতবস্ত্র বিতরণ ও সন্ধ্যা ৫টায় মাঙ্গলিক আরতি। পিঠা উৎসব ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা।

এছাড়াও জে এম সেন হল প্রাঙ্গণে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও ১১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানসমূহে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য মহানগর পূজা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল চন্দ্র নাথ অনুরোধ জানিয়েছেন।

চস/স

১১৮তম প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৮তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর হলো-০৬০৩৯০৮। এছাড়া তিন লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৮২৯৩২০ নম্বর।

তৃতীয় পুরস্কার এক লাখ টাকা করে দু‌টি হলো-০১৬৭৭১৯ ও ০৩৩৪৬৭০। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০২০৩৬০৭ ও ০২১৯১৮৫।

রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে ড্র অনুষ্ঠিত হয়।

প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৮১টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবার পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়। এগুলো হলো-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক , ঘখ এবং ঘগ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।

এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো- ০০১২৪৭০, ০২০৮৬৩৯, ০৩৮৪৪৬৫, ০৬০৬১১৮, ০৭২২৩৪৮, ০০১৭০৬০, ০২৩৮৫২২, ০৪৩৩২৯৩, ০৬০৬৮৭৭, ০৭৪৪৮০২, ০০২৩২১২, ০২৪৩৫০৪, ০৪৬৬১২৬, ০৬৫১৫৫২, ০৭৪৭৮৬৩, ০০৫৩৩৭৪, ০২৫৩২০১, ০৫১৬০০৩, ০৬৫৫৯৯০, ০৭৮৭৪৮৯, ০০৬৭৯২৯, ০২৭৫৬৩৮, ০৫২২২৭৯, ০৬৬৩০৭৫, ০৮১৫৬২৩, ০০৯৫২৮৬, ০৩৩৬৯১৭, ০৫৩৭৬০৪, ০৬৮০০৪১, ০৮৬০৮০১, ০১০৪৪০৯, ০৩৪৭০০৩, ০৫৭৬২৬২, ০৬৮০৬২১, ০৯৩২৮৮৭, ০২০৫০৬০, ০৩৬৪২০২, ০৫৮৩৫৪৭, ০৬৯৩২৫১ এবং ০৯৩৯৯২৫।

চস/স

১২ কেজি এলপিজির দাম ১৯ টাকা বাড়ল

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭.৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এই দর কার্যকর হবে আজ সন্ধ্যা ৬টা থেকে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

আন্তর্জাতিক দর বেড়ে যাওয়ায় পাশাপাশি ডলারের দর বেড়ে যাওয়ায় বেড়েছে এলপি গ্যাসের দর। আমদানিপর্যায়ে টন প্রতি গড়ে ১০ ডলার দাম বেড়েছে।

চস/স

আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মির্জা ফখরুল, আমীর খসরু ও জাইমা রহমান

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অ্যামিরাইট এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম।

মির্জা ফখরুল বলেন, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ যুক্তরাষ্ট্রে একটি বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছে। তিনি যেতে পারছেন না, তার প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার জাইমা রহমান। লন্ডন থেকে তিনি ওয়াশিংটন যাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় অ্যামিরাইটস এয়ারলাইন্সের ফ্লাইটে বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রওনা হবেন।

প্রসঙ্গত, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। এটি একটি বার্ষিক অনুষ্ঠান। এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।

গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।

চস/স