spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শাবিবের মৃত্যুর কারণটি বেরিয়ে আসুক

আমার পাশে দাঁড়ানো ছোট্ট ছেলেটিকে দেখুন। তাকে আমি দেখেছিলাম চট্টগ্রাম শিশু একাডেমিতে কিশোর আলোর একটি অনুষ্ঠানে। কিশোর আলোর সম্পাদক কথাশিল্পী আনিসুল হকও উপস্থিত ছিলেন সেদিন । ছটফটে, দুরন্ত শিশুটি মিলনায়তন জুড়ে ছুটাছুটি করছিল। পরে দেখলাম চিত্রাঙ্কন প্রতিযোগিতায় একাধিক পুরস্কার পেয়েছে সে। শাবিব শায়ান নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ছুটে এল মঞ্চে। পুরস্কার নিয়ে নিচে মাটিতে রেখে অতিথিদের সঙ্গে ছবি তোলার জন্য এমন পোজ দিতে শুরু করেছিল সবাই হাসতে হাসতে খুন।

May be an image of 6 people, child, people standing and text that says "স্বপ্নের গল্প কেআাব কিআ কিশোর আলো আমার পৃথিবী তানেক বড় বশ্বজয়"
ছবি: বিশ্বজিৎ চৌধুরীর ওয়াল থেকে

আজ এতদিন পর সংবাদপত্রের পাতায় তার ছবি দেখলাম। মেহেদীবাগে মাদ্রাসার বাথরুমে নাকি তার লাশ পাওয়া গেছে!

বুকটা মোচড় দিয়ে উঠল। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, আত্মহত্যা। অবিশ্বাস্য! এরকম প্রাণবন্ত একটা শিশু আত্মহত্যা করতে পারে না। ছেলেটার বাবা এ কথা বিশ্বাস করেননি। আমরাও করি না। শাবিব তো ফিরবে না। আমরা চাই, তার মৃত্যুর কারণটি অন্তত বেরিয়ে আসুক।

(বিশ্বজিৎ চৌধুরীর ফেসবুক পোস্ট থেকে নেওয়া)

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss