গতকাল লাইভে এসে বলেছিলাম
– এক্ষুনি ইউরোপ থেকে আসা সকলের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করুন।
আজ কিছুক্ষণ আগে আপনারা শেষ পর্যন্ত ইউরোপ থেকে আসা সকল ফ্লাইট বাতিল করেছেন।
তো, এতো দেরী করলেন কেন?
আজ খানিক আগে বাংলাদেশে আরও দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরা দুই জন’ই ইউরোপ থেকে বাংলাদেশে গিয়েছে। একজন জার্মানি থেকে, আরেকজন গিয়েছে ইতালি থেকে।
দেখুন, এখনও সময় আছে কথা শুনুন।
আরো পড়ুন: স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী মারিয়া করোনায় আক্রান্ত
কাল থেকে সকল স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করুন। সভা-সমাবেশ নিষিদ্ধ করুন পুরো বাংলাদেশে। সব রকম জনসমাবেশ বন্ধ করুন।
নইলে অবস্থা কি হতে পারে, স্রেফ একটা উদাহরণ দেই।
এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট এবং তার সঙ্গী’রা আমেরিকায় সংবাদ সম্মেলন করছে। আমেরিকার প্রেসিডেন্টের সহযোগী ভাইস প্রেসিডেন্ট ঠিক এই মাত্র বলেছে
-আমাদের হয়ত ন্যাশনাল ডে অফ প্রেয়ার ঘোষণা করতে হবে।
এটা বলতে গিয়ে তিনি বলেছেন
-There is nothing wrong turning to GOD!
এইবার চিন্তা করে দেখুন পরিস্থিতি কতোটা খারাপ না হলে আমেরিকার মত সব চাইতে উন্নত দেশের ভাইস প্রেসিডেন্ট এই কথা বলছেন!
<ফেসবুক থেকে>
চস/সোহাগ