spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নভেম্বর থেকে প্রতিদিন সেন্টমার্টিন যেতে পারবেন ২ হাজার পর্যটক

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিনের দুয়ার। এ সময় প্রতিদিন ২ হাজার করে পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন।

এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এ সফটওয়্যারের মাধ্যমে পর্যটকদের রেজিষ্ট্রেশন করতে হবে। যদিও রেজিস্ট্রেশনের সফটওয়্যারের কাজ এখনও চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয় বলছেন, এখনও সময় রয়েছে। সফটওয়্যারের কাজের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। এরপরই রেজিস্ট্রেশন করতে পারবেন ভ্রমণ পিপাসুরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সেন্টমার্টিনে পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সাথে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে। চার মাসের জন্য সেন্টমার্টিন খুলে দেওয়া হবে। প্রথম দুই মাস সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা।

তিনি আরও বলেন, দেশের পর্যটন শিল্প রক্ষার জন্য একটি পর্যটন নীতিমালা তৈরি করা হচ্ছে। এই নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি হলে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ আরও সুবিধা হবে।

এর আগে সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এতে সিদ্ধান্ত হয়, সেন্ট মার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। যদিও এরপর নয় মাস ভ্রমণের জন্য সেন্টমার্টিনে যাওয়া যাবে না বলে মর্মে সিদ্ধান্ত দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss