spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আদিল মাহমুদের ‘জ্যোতির্ময় এক আশ্চর্য মুখফুল’

অমর একুশে বইমেলা উপলক্ষে চৈতন্য প্রকাশন থেকে প্রকাশ হচ্ছে কবি ও গদ্যকার আদিল মাহমুদের গদ্যের বই ‘জ্যোতির্ময় এক আশ্চর্য মুখফুল’। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। মুদ্রিত মূল্য ২২০ টাকা।

বইটি সম্পর্কে আদিল মাহমুদ বলেন, ‘বইটি আমার একান্ত আপন, যেন আত্মাস্বজন। কারণ এতে প্রাধান্য পেয়েছে এমন কিছু মানুষের কথা—যাদের সারাক্ষণ মনে পড়ে। যেমন আমার আম্মার কথা, আব্বার স্মৃতি, নানাজির গল্প, মুর্শিদের পাঠদান, এক অপ্সরীর সৌন্দর্য। এ ছাড়াও আছে একজন মানুষকে স্বপ্নে দেখার ব্যাকুল আকাঙ্ক্ষার প্রকাশ।’

তিনি বলেন, ‘এতে মৃদ উচ্চারণ ও সহজ প্রকাশভঙ্গিতে, শব্দের ম্যাজিকে—বৃষ্টি, প্রকৃতি, প্রেম, দুঃখবোধ, স্মৃতিকথা ও নিঃসঙ্গতা অঙ্কুরিত হয়েছে গদ্যের বুননে। শিক্ষণীয় বিষয় ও জ্ঞানমূলক আলাপ বাদ দিয়ে তুমুল আবেগের করুণতা মেখে—সৃষ্টির বিচিত্র রূপের কারিশমা ও জীবন সংগীতের স্মৃতিময়তা দেখতে বইটি পড়তে পারেন।’

গদ্যকার হাসান রহমান বলেন, ‘এতে আদিল মাহমুদের জীবন-জনপদ, সুখ-দুঃখ, হতাশা-ভালোবাসা, পরিবার ও প্রকৃতিপ্রীতির আবেগময় স্মৃতির স্বর-সুর ধ্বনিত হয়েছে। শব্দ চয়ন, বাক্য সৃষ্টি, উপমা, অলংকার, চিত্রকল্প ও অভাবনীয় প্রকাশভঙ্গিতে তার কবিত্বও প্রকাশ পেয়েছে। তা ছাড়া লেখকের বলতে পারার স্বকীয়তা আর সাবলীলতা বইটি পাঠে মনোযোগী ও মুগ্ধ করবে।’

সিলেটের কানাইঘাট উপজেলার ভাটিদিহি গ্রামে ১৯৯৮ সালের ২০ জুন আদিল মাহমুদের জন্ম। কৈশোর থেকে ঢাকা শহরের খিলগাঁওয়ে তার বসবাস। কবিতার পাশাপাশি গদ্য ও প্রবন্ধ লিখছেন। অনুবাদ সাহিত্যেও আছে দখল।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss