ভারতের রাজনৈতিক দল বিজেপির দুই নেতা কর্তৃক হযরত মোহাম্মদ (স:)’কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ জুন) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন আয়োজিত হয়।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুছাদ্দিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং বিভাগের ছাত্র ফারুক হাসান, ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের ছাত্র এসএম তাইমুন ইসলাম ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র শাখাওয়াত হোসেন শিপন।
এসময় বক্তারা বলেন, সারা বিশ্বের দেড়শ কোটি মুসলমানের হৃদয়ের মধ্যমণি নবী হযরত মোহাম্মদ (স:)। ওই বিজেপির দুই নেতা রাসুল (স:) এর পবিত্র বিবাহ নিয়ে কটুক্তি করে সারা বিশ্বের দেড়শ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছেন।
চস/স


