কক্সবাজারের কুতুবদিয়ায় আজ (১৯ জুন) দুপুর ১২টায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন- ইমতিয়াজ হোসেন (২৫) ও মো. করিম (৩৫)। দু’জনই উত্তর ধুরং ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। আহতরা হলেন, আক্কাস ও রমিজ। তারাও জেলে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আব্দুর রহমান।
স্থানীয় বাসিন্দা শাহেদুল ইসলাম মনির বলেন, সাগরে মাছ আহরণ বন্ধ থাকায় ট্রলার সংস্কারের কাজ করছিলেন জেলেরা। দুপুর ১২টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ট্রলার থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। ওই মুহূর্তে বজ্রপাতে সবাই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমতিয়াজ ও করিমকে মৃত ঘোষণা করেন।
আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চস/স


