spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত

রাজধানীর বনানী ফুটওভার ব্রিজের নিচে ট্রাকের ধাক্কায় জামিল আহমেদ শুভ নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ফেসবুক ভিত্তিক বাইক রিভিউ পেজ বাইকবিডির হোস্ট ছিলেন। সোমবার (১৫ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটের দিকে বনানী ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান শুভর কয়েকজন বন্ধু।

প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী থেকে মহাখালীগামী একটি সিএনজি প্রথমে শুভর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর একটি বড় ট্রাক মোটরসাইকেলটিকে আবার ধাক্কা দিলে শুভ রাস্তায় ছিটকে পড়ে। এত ঘটনাস্থলেই তিনি মারা যান। দ্রুত ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

বনানী থানার উপ পরিদর্শক এম শামসুর রহমান জানান, যুবকের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। ঘাতক ট্রাক ও তার চালককে আটক করা সম্ভব হয়নি। তবে নিহতের মোটরসাইকেল থানায় নেয়া হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss