spot_img

১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আনুলিয়া স্কুল মোড়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক পরীক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে  এই ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার নাফিজ (১৭) দুর্গাপুর উপজেলার পালশা বাগিছাপাড়া গ্রামের আব্দুল ওহাদের ছেলে। আহত শিক্ষার্থী হলেন একই গ্রামের নান্টুর ছেলে মাহফুজ (১৭)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারা দুইজনই এসএসসি পরীক্ষার্থী। তারা এবার পালসা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে। বুধবার সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের অন্তর্গত আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাফিজ গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মাহফুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, তারা পরীক্ষা দিতে যাচ্ছিল। পথেই এই দুঘটনার শিকরা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss