spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

প্রবাসী স্বামী দ্বিতীয় বিয়ে করায় ছুরিকাঘাতে খুন করলো প্রথম স্ত্রী

কক্সবাজারে স্ত্রীর ছুরিকাঘাতে হারুনুর রশীদ (৪০) নামের এক প্রবাসী খুন হয়েছে।

রোববার (৯ জুন) রাত সাড়ে ১০ টার দিকে ৭ নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটার আশুর ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হারুনুর রশীদ নুরুল আলমের ছেলে।

জানা যায়, হারুনুর রশীদ দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। গত আট দিন আগে তিনি বাংলাদেশে আসেন। এখানে আসার পর চারদিন আগে চট্টগ্রামে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী রহিমার সাথে তার বিরোধ চলে আসছিল।

সর্বশেষ রোববার রাত ১০ টার দিকে কৌশলে মেয়েকে দোকানে পাঠিয়ে স্বামী হারুনুর রশীদে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্ত্রী রহিমা।

পরে মেয়ে এসে পিতার রক্তাক্ত দেহ নিথর অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে আর্তচিৎকার করেন। এসময় প্রতিবেশীরা এসে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে তার কন্যা রাবেয়া সুলতানা নিহার ভাষ্যমতে, তাকে বাবার জন্য চা বানিয়ে দিতে বলা হয়। সে চা বানিয়ে তার মায়ের হাতে দেয়, পরে তার মা চায়ের কাপ নিয়ে গিয়ে হারুনুর রশীদ কে দেন। অল্প কিছুক্ষণ পর তার বাবা হঠাৎ ছটফট করতে শুরু করে।

এ সময় বিছানায় বাবাকে শুয়ে দিয়ে আমাকে দোকানে পাঠান আম্মু। পরে বাড়ি ফিরে এসে দেখি ঘরের সব লাইট অফ। বাবার বেডরুমে গিয়ে লাইট দিতেই রক্তাক্ত মরদেহ দেখতে পাই।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত হারুনুর রশীদের শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss