বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ’র (কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট) এক সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম ভানলাল খিয়াং বম। আজ বুধবার (১২ জুন) সকালে রুমা উপজেলার দুর্গম জোরভারাং পাড়ার কাছ থেকে কেএনএফের ইউনিফর্ম পড়া লাশটি উদ্ধার করে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের জোরভারাং পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এক সদস্য নিহত হয়েছে।
নিহতের নাম ভানলাল খিয়াং বম (৩০)। সে জোরভারাং পাড়ার বাসিন্দার লালমিন সম বমের পুত্র। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তবর্তী জোরভারাং পাড়া এলাকায় পাহাড়ের জঙ্গল থেকে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, পোশাক পরিহিত এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। পোশাক দেখে ধারণা করা হচ্ছে লাশটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যের।
চস/স