spot_img

১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সেতু ভেঙে বিয়ের গাড়ি খালে, নিহত ১০

বরগুনায় ব্রিজ ভেঙে বিয়ের অনুষ্ঠানের যাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা খালে পড়ে অন্ততঃ ১০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন ) দুপুর ২টার দিকে জেলার আমতলী উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজটি দু’টি গাড়িসহ ভেঙে খালে পড়ে যায়। তখন সেখান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেছেন।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, কিছু যাত্রী নিয়ে মাইক্রোবাসটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পার হওয়ার সময় মাইক্রোবাস ও অটোরিকশাসহ সেতুটি ভেঙে খালে পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিস। তাদের ডুবুরি দল দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss