spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মিরসরাইয়ে মালবোঝাই লরির ধাক্কায় বাস খাদে, আহত ১৫

চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়ায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে লরির ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৬ জুন) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝরনা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী আবদুল আলিম বলেন, মালবোঝাই লরিটি উত্তরা পরিবহনের একটি বসে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ যাত্রী আহত হয়েছেন।

আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন কলেজের শিক্ষার্থীও রয়েছেন। তারা কলেজ শেষে উত্তরা বাসযোগে বাড়ি ফিরছিলেন।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, স্থানীয়রা হতাহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের জন্য রেকার আনা হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss