spot_img

২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পুলিশের লুট হওয়া অস্ত্রসহ কক্সবাজারে আটক ২

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া একটি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গোলাসহ মহেশখালীর জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, “মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে ৪ থেকে ৫ জন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদে কোস্টগার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান টের পেয়ে অস্ত্রধারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে (৩৮) আটক করতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা, একটি দেশীয় দা জব্দ করা হয় বলে জানান খন্দকার মুনিফ তকি।

তিনি আরও বলেন, “আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই খবরে কালারমারছড়ায় স্থানীয় লোকজন রাস্তায় নেমে সড়ক আটকে বিক্ষোভ করতে দেখা যায়, পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss