spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বান্দরবানে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বান্দরবানের আলীকদমে ডাম্প ট্রাকচাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার চকরিয়া-লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলটি চকরিয়া থেকে আলীকদম যাচ্ছিল।

নিহতরা হলেন- ওই এলাকার চেয়ারম্যান পাড়ার মো. মাসুকের ছেলে মো. বেলাল (৩০), চট্টগ্রামের মনু মিস্ত্রি কলোনি এলাকার মনু মিস্ত্রির ছেলে সৈয়দ আমিন (৪৫) এবং বাজার পাড়ার মো. মিন্টুর ছেলে মো. মিনহাজ (১৮)।

এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ ও দমকল বাহিনীর লোকজন গিয়েছেন। লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আলীকদম থানার উপ-পরিদর্শক মো. শাকিল জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে চকরিয়া থেকে তিনজন মোটরসাইকেল আরোহী আলীকদম যাওয়ার পথে তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ডাম্পারটি সেখান থেকে পালিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss