spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মদ খালাসের চেষ্টা, গ্রেপ্তার ২

মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি মদ আমদানি করে খালাসের চেষ্টার দায়ে চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ ঢাকা বিমান বন্দর ও ফেনীতে এ অভিযান পরিচালনা করে।

সিএমপি সূত্রে জানা যায়, বন্দর থানার মামলায় পূর্বে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কাতারের দোহা পালানোর সময় আসামি মো. আশরাফ হোসেন রাজুকে (৩৫) গ্রেপ্তার করা হয়। রাজুর তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় আসামি খায়েজ আহম্মেদ আরিফকে (৩০) রাত ১০টার দিকে ফেনী সদর থানা পুলিশের সহায়তায় খাজুরিয়া তোফা বাইক জোন নামের দোকান থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও পাসপোর্ট জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে রাজু জানায়, সে সিএন্ডএফ এজেন্ট হাফিজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি হিসেবে শিপিং এজেন্ট প্রতিষ্ঠান আটলান্টিক ইন্টারন্যাশনাল এর কাছে নিজের ছবি সম্বলিত ভুয়া নাম-ঠিকানাযুক্ত পরিচয় পত্র সহ আমদানি সংক্রান্ত জাল দলিল দাখিল করে এবং উক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে চালানটি খালাসের চেষ্টা করেছিল। আরিফ আমদানিকৃত পণ্য খালাসের প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরিতে তার সংশ্লিষ্টতার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

পুলিশ জানিয়েছে, আসামিরা পেশাদার চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, মানি লন্ডারিং, চোরাচালান সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

কাস্টমসের অভ্যন্তরীণ প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট বলছে, এই অপতৎপরতায় কাস্টমস হাউজ, চট্টগ্রামের বিভিন্ন স্তরের একাধিক কর্মকর্তার নামে বরাদ্দকৃত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম জিআই ইউজার আইডি ও পাসওয়ার্ডের সন্দেহজনক ব্যবহারসহ অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সেকেন্ড লেয়ার নিরাপত্তা ব্যবস্থা (ওটিপি) বিঘ্নিত হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss