spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র বার্তা২৪.কমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ২ জন নারী, একজন কন্যাশিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দোহাজারী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss