spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

প্রবাসী মানিক হত্যা মামলার আসামি লোহাগাড়ায় গ্রেপ্তার

চট্টগ্রামে রাউজানের চাঞ্চল্যকর প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিক হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ কায়সারকে (৩৫) লোহাগাড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রবিবার (১১ মে) বিকাল সাড়ে ৩ টায় লোহাগড়া থানার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ১৯ এপ্রিল বালু ও কংক্রিট ব্যবসাকে কেন্দ্র করে উপজেলার গরিব উল্লাহ পাড়ার ভান্ডারি কলোনির একটি ভাড়া বাসায় ১৩/১৪ জনের একদল সন্ত্রাসী প্রবাসী মানিককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এরপর কয়েক রাউন্ড গুলি করে তারা এলাকা ত্যাগ করে। এ ঘটনায় ২১ এপ্রিল নিহতের স্ত্রী ১৭ জনের নাম উল্লেখ করে ও পাঁচ থেকে ছয় জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss