spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মাইনী নদীর স্রোতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া তড়িৎ চাকমার লাশ নিখোঁজের একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার (৩১ মে) সকাল ৮টায় মাইনী নদীর বাবুছড়ার নোয়াপাড়া সংলগ্ন এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

বিষযটি নিশ্চিত করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। তিনি বলেন, সকালে তড়িৎ চাকমার মরদেহ মাইনী নদী থেকে উদ্ধার করা হয়। তাদের বাড়িতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

এর আগে গতকাল শুক্রবার সকালে জেলার দীঘিনালার মাইনী নদীর বাবুছড়া অংশে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তড়িৎ চাকমা (৫৫) স্রোতে টানে তলিয়ে যায়। ঘটনার পর থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধারে চেষ্টা চালায়। পরে রাঙামাটি ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল এসে শনিবার সকালে মরদেহ উদ্ধার করে। তড়িৎ চাকমান কেতুচন্দ্র কার্বারি পাড়ার মৃত নন্দ লাল চাকমার ছেলে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss