কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে দুইজন।
আজ (মঙ্গলবার, ৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রথম বর্ষের পরীক্ষা শেষে গতকাল রাতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৪ জন ও এরাবিক বিভাগের ১ শিক্ষার্থী মিলে কক্সবাজার ঘুরতে যান। আজ সকালে হিমছড়ি সৈকতের দিকে ছিলেন তারা। ছবি তুলতে তুলতে ৩ জন হঠাৎ নিখোঁজ হয়ে যান। কিছুক্ষণের মধ্যে একজনের লাশ পানিতে ভেসে উঠলেও বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকৃত মরদেহটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাবাবের। নিখোঁজ দুই শিক্ষার্থী একই বিভাগের অরিত্র ও আদিব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর হিসেবে সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। বাকি দুইজন কে পাওয়ার চেষ্টা চলছে।
চস/স