spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চকরিয়ায় পুলিশের স্ত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে আসামি

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি আবুল কালাম প্রকাশ পারভেজ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই জবানবন্দি দেন।

শনিবার (২৬ জুলাই) নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জবানবন্দিতে আসামি জানায়- গত ১৫ জুলাই দিবাগত রাত ৩টার দিকে পালাকাটার আজিজ, আবুল হাশেম ও অটোরিকশা চালক বেলাল পৌরসভার গেট চিংড়ি চত্বর গলির মুখে জড়ো হয়। এরপর তারা পোশাক পরিবর্তন করে শিকদার পাড়ার দিকে যায়। আজিজ ও হাশেম আলাদাভাবে চুরি করতে যায়। পারভেজ যে ঘরে চুরি করতে গিয়েছিল ওই ঘরের জানালা খোলা ছিল। উঁকি মেরে দেখে, দুটি বাচ্চা নিয়ে এক মহিলা ঘরের মেঝেতে ঘুমাচ্ছে। এরপর একটি বাঁশের মাথায় প্লাস্টিক দিয়ে ছোট একটি কাঠের ডাল বেঁধে দরজার ছিটকিনি খুলে ফেলে। সামনে সিসি ক্যামেরা থাকায় লাইটও বন্ধ করে দেয়। ঘরে ঢুকে একটি বাটন ফোন, এনড্রয়েড ফোন ও ২ হাজার ৭’শ টাকা নিয়ে নেয়। তখনও ওই মহিলা ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ ওই মহিলা ঘুম ভেঙে চিৎকার দেওয়ার চেষ্টা করে। পারভেজ তাকে ছুরির ভয় দেখিয়ে চিৎকার দিতে নিষেধ করে। পরে ওই মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করলে তিনি অনুরোধ করেন ছেলে-মেয়েদের সামনে কোন কিছু না করার জন্য। পরে রান্নাঘরে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে পারভেজ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মাথায় অভিযান চালিয়ে ধর্ষক আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। আদালত আবুল কালামকে দুটি মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড শেষে আসামি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি প্রদান করেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss