spot_img

২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নোয়াখালীতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

নোয়াখালী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়ালো। বর্তমানে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১০০১ জন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত ২৯ জন মারা গেছেন।

রোববার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন এলাকায় ৯ এপ্রিল ইতালি প্রবাসী এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে ঢাকায় নেওয়ার পথে মারা যাওয়ার পর তার করোনা শনাক্ত হয়। এরপর জেলায় হুহু করে বাড়তে থাকে রোনা রোগীর সংখ্যা। গত ২৯ মে পর্যন্ত জেলার ৯ টি উপজেলায় করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৭৯ জনে। এদের মধ্যে মৃত ছিল ১০ জন। কিন্তু গত ৮ দিনে (৩০ মে থেকে ৬ জুন) রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০১ জনে। ৮ দিনেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬২২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৭ জন। সুস্থতার হার ১৬.৬৮ শতাংশ। জেলার মাইজদি শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ীভাবে স্থাপিত করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসালয় কোভিড ১৯ ডেডিকেটেড হসপিটালে ভর্তি রয়েছেন ৩৮ জন।

আরো পড়ুন: ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। আক্রান্ত ও মারা যাওয়া রোগীদের মধ্যে প্রথম স্থানে রয়েছে বেগমগঞ্জ উপজেলা। এখানে করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪৫৫ জন। মারা গেছেন ১৭ জন। এছাড়াও মারা যাওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, চাটখিলে ১ জন, সেনবাগে ৫ জন, সোনাইমুড়ীতে ২ জন ও সুবর্নচরে ১ জন রয়েছেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসীম কুমার দাস বলেন, জেলায় তার উপজেলায় সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, তার উপজেলায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা যথাযথ নিয়মে অনুসরণ করে করা হচ্ছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনর রহমান বলেন, শনিবার রাত পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০০১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৭ জন। করোনার রেড জোন হিসেবে চিহ্নিত নোয়াখালীর বেগমগঞ্জ, সদর, কবিরহাট, চাটখিল ও সেনবাগ উপজেলায় করনীয় বিষয় নিয়ে রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক জরুরি সভা আহবান করা হয়েছে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss