ফেনীতে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে এক নারীর (৭০) মৃত্যু হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকাবল হোসেন জানান, ওই নারী শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ফেনী জেনারেল হাসপাতলে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে প্রেরণের পথেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন: ফেনীতে মৃত ৩ জনের দেহে করোনা শনাক্ত
তিনি জানান, রবিবার করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার ছেলে করোনা পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। ফেনীতে এই পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সোমবার ৫শ’ ছাড়িয়েছে।
চস/স