spot_img

২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গ করায় এবার প্রতিবাদ জানালেন তানজিন তিশা

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে অবমাননা করে কার্টুন প্রকাশের পর এর পক্ষে অবস্থান নিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরূপ মন্তব্যের জেরে উত্তাল মুসলিমবিশ্ব।

উদ্ভূত পরিস্থিতিতে আরব বিশ্বের দেশগুলো ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও প্রতিবাদে সরব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট’ ট্রেন্ড চলছে এখন। ফরাসি পণ্য বয়কট না করলেও একজন দায়িত্বশীল মুসলিম হিসেবে হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ইমানুয়েল ম্যাক্রোঁর বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

রোববার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তানজিন তিশা লিখেছেন, ‘আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান- আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি। তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসূল হযরত মোহাম্মদ (সা.)। আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তার সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ এবং সকলপ্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই।’

তানজিন তিশার ওই পোস্টকে সাধুবাদ জানিয়েছেন তার অনেক ভক্ত। পোস্টে হু হু করে পড়ছে লাইক, হচ্ছে শেয়ার। অনেকে প্রশংসা করে মন্তব্যও করছেন।

তানজিন তিশা বর্তমানে টিভি নাটকের একজন ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘‌শিকল’। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই ওয়েব ফিল্মটি ওটিটি প্লাটফর্ম বিনজে মুক্তি পাবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss